আন্তর্জাতিক

‘হামলার জবাব দেওয়ার ক্ষমতা সৌদির আছে’

সৌদি আরবের বাদশাহ সালমান বলেছেন, দুটি তেলক্ষেত্রের ওপর হামলার জবাব দেওয়ার মতো ক্ষমতা তার দেশের রয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা  বলেছেন।

তিনি বলেছেন, ‘এই হামলাগুলোর লক্ষ্য কেবল সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাই ছিলো, এগুলো বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকিও ছিল।’

এ ধরনের হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন বাদশাহ।

শনিবার সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার কারণে অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ৫৭ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে বলে জানিয়েছিল রিয়াদ। হামলার পরপর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে। তবে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হুতিদের এই দায় স্বীকার প্রত্যাখ্যান করে পাল্টা দাবি করেছে, ইরানই এই হামলার জন্য দায়ী। ঢাকা/শাহেদ