আন্তর্জাতিক

জোর করেই জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলবেন ইমরান

আগামী সপ্তাহে জাতিংসঘের সাধারণ পরিষদের অধিবেশনে জোর করেই কাশ্মীর ইস্যুটি তুলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পাক-আফগান সীমান্তের তোরখাম স্থলবন্দর উদ্বোধনকালে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

ইমরান জানিয়েছেন, কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার এবং এর বিশেষ রাজ্যের মর্যাদা ফিরে না দেওয়ার আগ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি কোনো বৈঠকে বসছেন না।

সরকারি সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান বলেছে, ‘প্রধানমন্ত্রী জাতিকে নিশ্চিত করছেন তিনি জোর করে কাশ্মীর ইস্যুটি উত্থাপন করবেন, যা আগে কখনো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ঘটেনি।’

গত মাসে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারত। কাশ্মীরের বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দিতে সেখানে কারফিউ জারি করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া সহস্রাধিক রাজনৈতিক কর্মীকেও আটক রাখা হয়েছে কারাগারে। পাকিস্তান এর বিরুদ্ধে সমালোচনা করে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করে আসছে। তবে ভারতের দাবি, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কোনো ধরণের আন্তর্জাতিক হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। ঢাকা/শাহেদ