আন্তর্জাতিক

আফগান বাহিনীর হামলা ৩০ বেসামরিক নাগরিক নিহত

আফগান নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার রাতে দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনীর সহযোগিতায় ইসলামিক স্টেটের গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে দুর্ঘটনাবশত ড্রোন থেকে নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলার ওয়াজির টাঙ্গি এলাকার একটি মাঠে কৃষকদের ওপর হামলা চালানো হয়।

নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, বাদামের ক্ষেতে একটি ড্রোন হামলায় ৪০ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।

হামলার খবর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে, আইএসের ঘাঁটি লক্ষ্য করে আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছিল। তবে হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে কোনো ধরণের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।

ওয়াজির টাঙ্গির উপজাতি নেতা মালিক রাহাত গুল জানান, এমন সময় হামলাটি চালানো হয়েছে যখন ক্লান্ত কৃষকরা বিশেষ করে দৈনিক মজুরির শ্রমিকরা তাদের তাবুতে বিশ্রাম নিচ্ছিল।

তিনি বলেন, ‘ড্রোন হামলার মুহূর্তে শ্রমিকরা খড়কুটো দিয়ে আগুন জ্বেলে একসঙ্গে বসেছিল।’

 

ঢাকা/শাহেদ