আন্তর্জাতিক

৯৮টি ফুটবল মাঠের সমান বিমানবন্দর

চীনের মেগা বিমানবন্দর দাক্সিংয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার পিপলস রিপাবলিক অব চীনের ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে এই বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চায়না ডেইলির তথ্য অনুযায়ী ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার।

বলা হচ্ছে, নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। ২০২৫ সাল নাগাদ ১৭ কোটি যাত্রী ব্যবহার করবেন এই বিমানবন্দর।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, দাক্সিং দিয়ে আজ অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থা যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক ইতিমধ্যেই দাক্সিং থেকে তাদের রুট পরিকল্পনা দিয়েছে।

ইরাকি বংশোদ্ভূত বিখ্যাত স্থপতি জাহা হাদিদ এই বিমানবন্দরের নকশা করেছেন। তিয়েনআনমেন স্কয়ার থেকে মাত্র ৪৬ কিলোমিটার দক্ষিণে এই বিমানবন্দরের অবস্থান। দেখতে অনেকটা তারা মাছের (স্টার ফিশ) মতো হওয়ায় চীনা মিডিয়ার পক্ষ থেকে এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে ‘স্টার ফিশ’।  

ঢাকা/সাইফ/নাসিম