আন্তর্জাতিক

হস্তিহৃদয়

ভয়ংকর জলপ্রপাতটিতে পা ফস্কে পড়ে গিয়েছিল বাচ্চাটি। তাকে বাঁচতে ছুটে এসেছিল একে একে পাঁচটি হাতি। শেষ পর্যন্ত বাচ্চাসহ ছয়টি হাতির করুণ মৃত্যু হয়েছে। শনিবার থাইল্যান্ডের খাও ইয়াই জাতীয় উদ্যানের ‘হেউ নারক’ (নরক জলপ্রপাত) ঝর্ণায় এ ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের জাতীয় উদ্যান বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্লান্ট কনজারভেশনের (ডিএনপি) কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোররাত ৩টার দিকে একপাল হাতি হেউ নারক ঝর্ণার পাশ দিয়ে যাওয়া রাস্তা আটকে রাখে।

এ ঘটনায়  উদ্যানের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হয়। এর তিন ঘণ্টা পর তিন বছর বয়সের একটি বাচ্চা হাতির মৃতদেহ ঝর্ণার নিচে খুঁজে পাওয়া যায়। বাকি পাঁচটি হাতির মৃতদেহও আশপাশেই খুঁজে পান কর্মকর্তারা। এছাড়া আরো দুটি হাতিকে ঝর্ণার পাশের সরু খাঁড়ি থেকে উদ্ধার করা হয়।

ন্যাশনাল পার্কের প্রধান কাঞ্চিত স্রিনোপ্পাওয়ান জানান, উদ্ধার করা দুটি হাতির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

হেউ নারকে পড়ে গিয়ে এর আগে ১৯৯২ সালে একসঙ্গে আট হাতির মৃত্যু হয়েছিল।

ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা এডউইন উইক বিবিসিকে বলেন, ‘এটা পরিবারের অর্ধেক সদস্য হারিয়ে ফেলার মতো। এখানে করার কিছুই ছিল না। দুর্ভাগ্যজনকভাবে এটাই নিয়তি।’ ঢাকা/শাহেদ