আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রীর ওপর আইএসের হামলা

ইসলামিক স্টেটের ‘আদর্শে অনুপ্রাণিত’ এক ব্যক্তির হামলায় আহত হয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। বান্তিন প্রদেশের পানডেগলাং শহরে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, প্রাক্তন সেনাপ্রধান ৭২ বছরের উইরান্তোর পেটে ছুরিকাঘাত করেছে হামলাকারী। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে একটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন উইরান্তো। হামলার আগ মুহূর্তে লোকজন তার সঙ্গে করমর্দন করছিল এবং সেলফি তুলছিল। এরই একফাঁকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ওই হামলাকারী ও তার সঙ্গী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র, ছুরি ও এক জোড়া কাঁচি উদ্ধার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও জানান, হামলাকারী ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত। ওই নারীর বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। ঢাকা/শাহেদ