আন্তর্জাতিক

বিপুল শক্তি নিয়ে জাপানে আঘাত হানতে যাচ্ছে হাগিবিস

গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জাপানে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড় হাগিবিস শনিবার রাতের যেকোনো সময় আঘাত হানতে পারে।

এর আগে, ১৯৫৮ সালে ঘূর্ণিঝড় ইডার আঘাতে এক হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল জাপানে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে রাজধানী টোকিওর পূর্বাঞ্চলে চিবা এলাকায় ঝড়ো বাতাসে গাড়ি উল্টে ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই এলাকায় ঝড়ো হাওয়ায় কয়েকটি বাড়ির ছাদ উড়ে যাওয়ায় আরো অন্তত চার জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

এনএইচকে আরো জানিয়েছে, পৌরসহ টোকিওর জনবহুল এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা বেশি সেখানে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ওইসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্বসতর্কতা হিসেবে দোকান, কারখানা এবং ট্রেন চলাচলব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এক হাজার ৬০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিওর কাছের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিমান অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

ঢাকা/শাহেদ