আন্তর্জাতিক

জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগিবিস

ঘন্টায় ২২৫ কিলোমিটার বাতাসের বেগ আর প্রবল বৃষ্টিপাত নিয়ে জাপান উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগিবিস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাপানের ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে ইজু উপদ্বীপে আঘাত হানে।

বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন জাপানের পূর্ব উপকূলের দিকে সরতে শুরু করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিবা এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই এলাকায় ঝড়ে গাড়ি উল্টে ৫০ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে।

প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জাপানের আবহাওয়া বিভাগ ৭০ লাখেরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানী টোকিওসহ ১২টি উপদ্বীপে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে দুজন নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে।

আবহাওয়া দপ্তরের এক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেতে বলেছে, ‘বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বেশি জটিল যে লোকজন দ্রুত তাদের ও প্রিয়জনদের জীবন রক্ষায় পদক্ষেপ নিয়েছে।’ ঢাকা/শাহেদ