আন্তর্জাতিক

স্ত্রীকে ‘আনুগত্যহীন’ বললেন থাইল্যান্ডের রাজা

বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে ‘আনুগত্যহীন’ বলে ঘোষণা করেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। একইসঙ্গে তার রাজকীয় খেতাবও কেড়ে নেওয়া হয়েছে বলে সোমবার থাই রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাসাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিনিনাত ওংবাজিরাপাকদি ‘উচ্চাভিলাসি’। তিনি রানির মর্যাদা পাওয়ার প্রত্যাশা করেছেন। এছাড়া ‘আত্মপ্রচারণার’ জন্য তিনি রাজকীয় খেতাব ব্যবহার করতেন।

এতে বলা হয়েছে, ‘রাজকীয় আদালতের ভালো ঐতিহ্যগুলো বোঝার মতো সামর্থ্যের অভাব আছে তার। তিনি রাজার বিরুদ্ধে আনুগত্যহীনতা প্রকাশ করেছেন।’

সিনিনাত ওংবাজিরাপাকদি রাজা মহা ভাজিরালংকর্নের চতুর্থ স্ত্রী। তবে তাকে রানির মর্যাদা দেওয়া হয় নি।

২০১৬ সালের মে মাসে বাবার মৃত্যুর পর মহা ভাজিরালংকর্নকে রাজা হিসেবে ঘোষণা করা হয়। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন ব্যক্তিগত দেহরক্ষী সিনিনাতকে বিয়ে করেন রাজা। ঢাকা/শাহেদ