আন্তর্জাতিক

আমাজানের বনরক্ষককে গুলি করে হত্যা

ব্রাজিলের আমাজন বনে কাঠ পাচারকারীদের গুলিতে নিহত হয়েছে আদিবাসী এক তরুণ ভূমিরক্ষক। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শনিবার ব্রাজিলের উত্তরে গুয়াজাজারা উপজাতির নেতারা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার মারানহাও রাজ্যের আরারিবোইয়া সংরক্ষিত বনাঞ্চলে ভূমিরক্ষক পাওলো পাওলিনো গুয়াজাজারার ওপর হামলা চালানো হয় এবং মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। ওই অঞ্চলে কাঠ পাচারকারীদের বিরুদ্ধে লড়াইকারী গোষ্ঠী গার্ডিয়ান অব দ্য ফরেস্টের সদস্য ছিলেন তিনি।

বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, এর আগে বহু স্বজনসহ আরও তিন গার্ডিয়ান সদস্যকে হত্যা করা হয়েছিল।

সেপ্টেম্বরে তাবাতিঙ্গা শহরে আদিবাসীদের রক্ষায় তৎপর এক সরকারি কর্মকর্তাকে খুন করা হয়।

পূর্ব আমাজন অঞ্চলে গার্ডিয়ানদের এলাকা সুরক্ষায় ব্যর্থতার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। তিনি বনাঞ্চল উজাড় করা কৃষক ও কাঠ চোরদের সমর্থন দিতেন।

ব্রাজিলের বিচারমন্ত্রী সের্গেই মোরো জানিয়েছেন, কেন্দ্রীয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

 

ঢাকা/শাহেদ