আন্তর্জাতিক

বিক্ষোভে হামলা, কামড়ে নেওয়া হল কান

ছুরি হামলা চালানো হয়েছে হংকংয়ে গণতন্ত্রপন্থিদের ওপর। এ ঘটনায় অন্তত চার জন আহত হয়েছে।

তাই কু জেলার সিটি প্লাজা মলে রোববার এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

আহতদের মধ্যে একজনের কান কামড়ে নিয়েছে এক হামলাকারী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সিটি প্লাজায় মানববন্ধন করছিলেন গণতন্ত্রপন্থিরা। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও পিপার স্প্রে করে। এক হামলাকারী ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করেছে।

আহতদের মধ্যে স্থানীয় কাউন্সিলর অ্যান্ড্রিউ চিউ কা-ইন রয়েছেন। তার কানের কিছু অংশ কামড়ে নিয়েছে এক হামলাকারী।

সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে, হামলার শিকার এক নারী জানিয়েছেন, তার বোন ও তার স্বামীর সঙ্গে বাদানুবাদের পর হামলাকারী একটি ছুরি বের করে তাদের ওপর হামলা চালায়।

দ্য হংকং ফ্রি প্রেস জানিয়েছে, হামলাকারীরা ম্যান্দারিন ভাষাভাষীর বেইজিং সমর্থক।

গত জুনে অপরাধী প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত গত মাসে সরকার বিলটি বাতিল বলে ঘোষণা করে। তবে বিক্ষোভকারীরা এখন সরকার পরিবর্তনসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছে। ঢাকা/শাহেদ