আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নামের একটি সংগঠনের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ৪২ বছরের বাহা আবু আল-আতার স্ত্রীও মঙ্গলবার ভোররাতের এই হামলায় নিহত হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিগত বছরগুলোতে আবু আল-আতা ইসরায়েলে রকেটসহ স্নাইপারদের হামলার সমন্বয় করতেন। তিনি আরো হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। আল-আতাকে ‘টিক টিক করতে থাকা বোমা’ হিসেবেও অভিহিত করা হয়েছে বিবৃতিতে।

বেনিয়ামিন নেতানিয়াহু অনুমতি পাওয়ার পর আল-আত্তার বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এছাড়া কট্টোরপন্থি হিসেবে পরিচিত ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট এর আগে হামলার অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি বেনেত গাজায় আরো আগ্রাসন চালানো আহ্বান জানিয়েছিলেন।

হামলার কিছুক্ষণ পর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের বন্দর নগরী আশদুদে এক পশলা রকেট হামলা চালায়। ইসরায়েল অবশ্য তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রকেটগুলো প্রতিহত করেছে।

 

ঢাকা/শাহেদ