আন্তর্জাতিক

‘আমাকে কেউ স্পর্শও করতে পারবে না’

ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ দাবি করেছেন, কেউ তাকে স্পর্শও করতে পারবে না। এমনকি কোনো আদালতও তার বিচার করতে পারবে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিত্যানন্দের এক ভিডিওতে তাকে এসব দাবি করতে দেখা গেছে।

আহমেদাবাদে আশ্রমে শিশুদের অপহরণ ও জোর করে আটকে রাখার অভিযোগে গত মাসে নিত্যানন্দের বিরুদ্ধে মামলা হয়। এরপরই এই বিতর্কিত ধর্মগুরু আশ্রম ছেড়ে পালিয়ে যান।

ভিডিওতে নিত্যানন্দ বলেন, ‘আমি তোমাদের কাছে বাস্তবতা এবং সত্যের প্রকাশ করে আমার সাধুতা প্রদর্শন করবো। এখন কেউ আমাকে ধরতে পারবে না। আমি তোমাদের সত্যিটা বলি, আমি পরম শিব, বুঝেছ? কোনো আদালত সত্য প্রকাশের জন্যে আমার বিচার করতে পারবে না। আমি পরম শিব।’

ভক্তদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যারা উপস্থিত হয়ে আমার প্রতি নিজেদের আস্থা এবং আনুগত্যের প্রকাশ করছে... আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের আর কখনোই মৃত্যু হবে না।’

এদিকে শুক্রবার নিত্যানন্দের পাসপোর্ট বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার নতুন পাসপোর্টের আবেদনও বাতিল করা হয়েছে। তার অবস্থান জানার  জন্য ভারতীয় দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঢাকা/শাহেদ