আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যের জার্সি সিটিতে এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন ও বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার পর ট্রাক চালিয়ে একটি বাজারে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়।

গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তার নাম জোসেফ সিলস (৩৯)। তিনি নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার পর ওই এলাকার বেশ কিছু স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে একটি কবরস্থানে প্রথম গোলাগুলি শুরু হয়। জোসেফ সিলস দুই বন্দুকধারীর দিকে এগিয়ে গেলে তার মাথায় গুলি করা হয়।

এরপর দুই বন্দুকধারী একটি ট্রাকে করে ওই এলাকা ত্যাগ করে একটি সুপারশপে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয় তাদের। পরে সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই বন্দুকধারীর লাশও রয়েছে।

পুলিশ বলছে, দুই বন্দুকধারীর হাতে শক্তিশালী রাইফেল ছিল। বন্দুকযুদ্ধের সময় শতশত রাউন্ড গুলি ছুড়েছে তারা।

গোলাগুলির পর সেখানে সোয়াত টিম এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য মোতায়েন করা হয়েছে।

 

ঢাকা/এনএ