আন্তর্জাতিক

সব ঠিক আছে : ট্রাম্প

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সব কিছু ঠিক আছে’।

ইরানের এই হামলা নিয়ে স্থানীয় সময় বুধবার বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘সব ঠিক আছে! ইরান থেকে ইরাকের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতির মূল্যায়ণ চলছে এখন। এখনো পর্যন্ত সব ভালো। বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক সমরাস্ত্রের সামরিক বাহিনী রয়েছে। , এরপরও আগামীকাল সকালে আমি একটি বিবৃতি দেব’।

প্রসঙ্গত, ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি ঘাঁটি লক্ষ্য করে বুধবার প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষনিকভাবে হামলায় কোনো হতাহতের খবর জানা যায় নি। গত সপ্তাহে মার্কিন হামলায় কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহতের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তেহরান। ঢাকা/শাহেদ