আন্তর্জাতিক

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভ মাইক্রোসফট প্রধানের

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (এসিসি) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।

ভারতীয় বংশোদ্ভুত নাদেলা বলেছেন, নাগরিকত্ব আইন নিয়ে ভারতে যা হচ্ছে তা ‘দুঃখজনক’। ভারতের প্রযুক্তি খাতের নেতৃত্বে কোনো বাংলাদেশি অভিবাসীকে দেখলেই তিনি খুশি হবেন।

নিউ ইয়র্কে মাইক্রোসফটের একটি অনুষ্ঠানে তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন।

নাদেলা বলেছেন, ‘আমি মনে করি, যা ঘটছে তা দুঃখজনক, বিশেষ করে সেখানে বেড়ে ওঠা কারো জন্য…আমি মনে করি খুব খারাপ’।

তিনি বলেন, ‘আমি খুশি হব যদি একজন বাংলাদেশি অভিবাসী ভারতে এসে পরবর্তী ইউনিকর্ন তৈরি করে অথবা ইনফোসিসের পরবর্তী সিইও হয়’।

নাদেলার জন্ম ভারতের হায়দারাবাদে। সেখানেই তিনি বড় হয়েছেন। তবে বর্তমানে তিনি আমেরিকার নাগরিক।

এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশের পরপর নাদেলার বরাত দিয়ে মাইক্রোসফটের ভারতীয় অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তিনি এমন ভারতের আশা করেন যেখানে একজন অভিবাসী ক্যারিয়ারের সম্ভবনাময় সূচনা পাবে’।

১১ ডিসেম্বর ভারতের লোকসভায় পাস হয় বিতর্কিত নাগরিকত্ব আইন। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে গিয়ে শরণার্থী হওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে মুসলমানদের এই সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে।

 

ঢাকা/শাহেদ