আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় গুলি করে ৫ হাজার উট হত্যা

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচদিনে পাঁচ হাজারেরও বেশি উট হত্যা করেছে।

ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণে দক্ষিণাঞ্চলে ১০ হাজার উটকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।

তারই অংশ হিসেবে গত পাঁচ দিনে পাঁচ হাজার  উট হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি ন্যাশন ও এনডিটিভি।

কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে।

উট হত্যার কারণ হিসেবে বলা হচ্ছে, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার বহু প্রাণী মারা গেছে। স্থানীয় আদিবাসীরা বলছেন, বন্য উট বেশি পরিমাণে পানি পান করে। তাদের ফাঁপা পেট বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা বলছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উট দায়ী। প্রতি বছর তাদের মলমূত্র থেকে যে পরিমাণ মিথেন গ্যাস বের হয় তা এক টন কার্বনডাই অক্সাইডের সমপরিমাণ।

তাছাড়া খরার কারণে দলবেধে  পানির জন্য ঘরবাড়িতে হানা দিচ্ছে উট। বেড়া ভেঙে দিচ্ছে এবং ক্ষেত মাড়িয়ে ফসলেরও ক্ষতি করছে।  

ঢাকা/এনএ/নাসিম