আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন সদর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদর।

রযটার্স জানিয়েছে, মঙ্গরবার এক  টুইট বার্তায় সদর বলেন, দখলদার বাহিনীর হাতে ইরাকের আকাশ, মাটি ও সার্বভৌমত্ব হুমকির মুখে।

বাগদাদে ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র হত্যা করার পর ইরাকে মার্কিন বিরোধী বিক্ষোভ চলছে।

ওই হামলায় ইরাকের এক মিলিশিয়া কমান্ডারও নিহত হন।

এরপর ইরাকে মার্কিন বিরোধী বিক্ষোভ শুরু হয়। ইরাকের পার্লামেন্ট মার্কিন ও অন্যান্য দেশের বাহিনীকে সে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছিল।

অন্যদিকে সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন মোকতাদা সদর। ইরাকে সদরের লাখ লাখ অনুসারী রয়েছে। এর আগে বাগদাদে সদরের ডাকে হাজার হাজার লোককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। ঢাকা/এনএ/নাসিম