আন্তর্জাতিক

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহী নিখোঁজ

নেপালের উত্তর-পশ্চিমে হিমালয় পর্বতে যাওয়ার পথে তুষারধসে সাত পর্বতারোহী নিখোঁজ হয়েছে। ব্যাপক তুষারপাতের পর শুক্রবার অন্নপূর্ণার কাছে একটি বেজক্যাম্পে এ তুষারধসের ঘটনা ঘটে।

নিখোঁজ পর্বতারোহীদের মধ্যে চার জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিন জন নেপালি গাইড। ১০ হাজার ৬০০ ফুট উঁচুতে এই তুষারধসের ঘটনা ঘটে।

তুষারধসের এলাকা থেকে বেশ কয়েক জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। তবে বাজে আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্নপূর্ণা পর্বতে উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন নারী, যাদের বয়স যথাক্রমে ৩০ ও ৫০ এবং অপর দুজন পুরুষ, যাদের বয়স ৫০ এর ঘরে। এরা সবাই শিক্ষক। তারা স্বেচ্ছামূলক কাজের জন্য নেপালে অবস্থান করছিলেন। ঢাকা/শাহেদ