আন্তর্জাতিক

করোনাভাইরাস : ফিলিপাইনে আরেকজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরদিনই তিনি মারা গেছেন। এ নিয়ে সে দেশে মোট দু'জনের মৃত্যু হলো।

গত ৬ ফেব্রুয়ারি ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। মারা যাওয়ার পর পরীক্ষা করে দেখা গেছে, তার নিউমোনিয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

এর আগে ৪৪ বছর বয়সী একজন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে মারা গেছেন।

ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজন এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৩ জানুয়ারি থেকে উহানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখে ফিলিপাইন। এছাড়া উহানের চারশ ৬৪ জন পর্যটককে ফিরিয়ে দেওয়া হয়। ঢাকা/জেনিস