আন্তর্জাতিক

কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগামী থিম কান্ট্রি ‘বাংলাদেশ’

৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে বাংলাদেশ। এ বছর ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি ছিল রাশিয়া।

প্রতি বছরই একটি দেশকে এই থিম কান্ট্রি করার রেওয়াজ রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার। বইমেলার শেষদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌহিদ হাসান বলেন, ‘এই ধরনের প্রচেষ্টার জন্য গিল্ড কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সরকার পালন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এ উপলক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হচ্ছে। সেই মেলাতে ভারতীয় বাংলা প্রকাশনীগুলিকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।’

সোমবার কলকাতা টিভি জানিয়েছে, ৪৪তম কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে অন্যন্য বারের মতো ভিড় ছিল উপচে পড়া। মেলার শেষদিনে বহু পাঠক কিনছেন বই। মেলায় এসবিআই অডিটরিয়ামে আয়োজিত সেমিনার- ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন’ থেকে এই ঘোষণা করা হয়। ঢাকা/সাইফ