আন্তর্জাতিক

চীনের আকাশে ৫ সূর্য!

চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য জ্বলজ্বল করতে দেখা গেছে।

সূর্যোদয় দেখতে গিয়ে এমনই আজব ঘটনায় রীতিমতো অবাক মানুষ। কেউ কেউ এটাকে ভৌতিক দৃশ্যও ভাবছেন!

চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘কী আশ্চর্য দেখার মতো ঘটনা! চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য আকাশে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে।’

বিষয়টিকে আপাতভাবে ভৌতিক বলে দাবি করা হলেও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সূর্যে এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।

বলা হয়, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়। এর ফলে আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে।

এই প্রাকৃতিক ঘটনা ‘সূর্য সারমেয়’ বা ‘ভৌতিক সূর্য’ নামে পরিচিত।

সূত্র : এনডিটিভি ঢাকা/জেনিস/এনএ