আন্তর্জাতিক

করোনাভাইরাসে সেই প্রমোদতরীতে ২ জনের মৃত্যু

জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর দুই যাত্রী কোভিড-১৯ সংক্রমনে মারা গেছেন। মৃত দুজনই প্রবীণ ব্যক্তি।

বৃহস্পতিবার জাপানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

মৃত ব্যক্তিরা হলেন, একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিতভাবে আর কিছু জানা যায়নি।

চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে।

বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব যাত্রীর শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি তাদের মধ্যে থেকে ৫০০ জনকে প্রমোদতরী থেকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

সূত্র : জাপান টাইমস ঢাকা/জেনিস