আন্তর্জাতিক

করোনা আক্রান্ত এলাকা থেকে আসা লোকদের বাসের ওপর হামলা

চীনের করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে ফিরে আসা লোকদের বহনকারী কয়েকটি বাসের ওপর হামলা চালিয়েছে প্রায় অর্ধশত বিক্ষোভকারী। শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষা করতে চীন থেকে ফিরে আসা লোকদের পোলটাভা অঞ্চলের নোভি সানঝারি শহরের একটি হাসপাতালে ১৪ দিনের জন্য বিচ্ছিন্ন রাখা হবে।

ইউক্রেনের নিরাপত্তা সেবা বিভাগ (এসএসইউ) জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ভুয়া ইমেইল ছড়িয়ে প্রচার চালানো হয় যে, ফিরে আসাদের মধ্যে কয়েক জন করোনাভাইরাসে আক্রান্ত। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ভুয়া ইমেইলের বিষয়ে তদন্ত করছে।

বৃহস্পতিবার, চীনের উহান থেকে ৪৫ ইউক্রেনীয় ও ২৭ জন বিদেশিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে ছয়টি বাসে করে তাদেরকে নোভি সানঝারির হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বিক্ষোভকারীরা তাদের বাস লক্ষ্য করে আগুন ও পাথর ছুড়ে মারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীন থেকে আসা বিমানের কোনো যাত্রীই অসুস্থ ছিলেন না।

বিক্ষোভকারীদের শান্ত করতে প্রধানমন্ত্রী ওলেকসি হনচারুক, স্বাস্থ্যমন্ত্রী জরিয়ানা স্কালেৎস্কা ও স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ নোভি সানঝারিতে গিয়েছেন। ঢাকা/শাহেদ