আন্তর্জাতিক

ইতালির সেনাপ্রধানসহ একদিনে করোনায় আক্রান্ত ১৭৯৭

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতালিতে এক দিনে ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সেনাপ্রধানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চীনের পর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানের ১৪টি প্রদেশে দেড় কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল সালভেতোরি ফারিনা আক্রান্ত হয়ে নিজেই নিজের বাসায় কোয়ারেন্টাইনে।

সোমবার এক দিনে ৯৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৪৬৩ জন দাঁড়ালো। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সেদেশে আরো ১ হাজার সাতশ ৯৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়ার ফলে মোট আক্রান্ত নয় হাজার ১৭২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭২৪ জন।

এছাড়া দেশটিতে স্কুল, জিম, জাদুঘর এবং নাইটক্লাব বন্ধের পাশাপাশি সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। ইউরোপের অন্য দেশগুলোতে ইতালির নাগরিকদের প্রবেশ বন্ধের দাবি উঠেছে।

গত ডিসেম্বরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ পরিহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

সূত্র : সিএনএন ঢাকা/জেনিস