আন্তর্জাতিক

করোনা আতঙ্কে অবরুদ্ধ হচ্ছে ফিলিপাইন

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে এক মাসের জন্য অবরুদ্ধ করে দেয়া হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ১৬ টি শহর।

শনিবার (১৪ মার্চ) ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে এক মাসের জন্য অবরুদ্ধ করে দেয়া হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ১৬ টি শহর। অবরুদ্ধ হওয়ার ভয়ে ফিলিপাইনের বিভিন্ন শহর ছেড়ে যাচ্ছেন অনেকে। আর এ কারণে ভীড় দেখা গেছে বিভিন্ন শহরের স্টেশনগুলোতে।

এদিকে ফিলিপাইনে কোয়ারেন্টাইনে থাকা অনেকেই হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অবরুদ্ধ সময়গুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং সেনাবাহিনী নামানোর কথা জানিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ম্যানিলায় থাকা ক্যারিনো নামের ৩৭ বছর বয়সী এক নারী জানায়, অবরুদ্ধ আতঙ্কে সে তার সন্তান্দের নিয়ে রাজধানী ম্যানিলার বাইরে চলে যাচ্ছেন। তবে তার স্বামী কাজের জন্য ম্যানিলাতেই থাকবেন।

এই বিষয়ে ক্যারিনো বলেন, ‘কাজ নেই, টাকা নেই। কোম্পানিও হয়তো বন্ধ হয়ে যাবে।’

ফিলিপাইনে এখন পর্যন্ত ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। দুইজন সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

এখন পর্যন্ত চীনে তিন হাজার ১৮৯ জন মারা গিয়েছেন, ইতালিতে ১ হাজার ২৬৬ জন, ইরানে ৫২৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৭২ জন, স্পেনে ১৩৩ জন মারা গেছেন।

 

ঢাকা/জেনিস