আন্তর্জাতিক

সৌদি আরবে অভ্যন্তরীণ ফ্লাইট-যান চলাচল বন্ধ ঘোষণা

সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ও বাস-ট্রেন-ট্যাক্সি চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।  শনিবার (২১ মার্চ) থেকে আগামী ১৪ দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে কর্তৃপক্ষের বরাতে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, আগামী শনিবার থেকে পরবর্তী ১৪ দিন এ সিদ্ধান্ত কার্যকর হবে।  দেশটি এরইমধ্যে দুই সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।  যা গত ১৫ মার্চ (রোববার) থেকে কার্যকর হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবে দুইশ ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  তবে এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

একশ ৬৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজারের বেশি।  আর সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ৮৯ হাজার। ঢাকা/জেডআর