আন্তর্জাতিক

করোনা: নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনাভাইরাস মোকাবিলায় ক্লান্ত হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডস সরকারের নেতৃত্ব দেওয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইন্স।

বুধবার (১৮ মার্চ) সংসদে কোভিড-১৯ নিয়ে চলমান বিতর্কের মধ্যে অচেতন হয়ে পড়েন তিনি।  তার পরদিনই তিনি পদত্যাগ করেন।

ব্রুনো ব্রুইন্স বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।  তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, কয়েক সপ্তাহ ধরে টানা কাজ করার কারণে অবচেতন হয়ে পড়েছিলেন।

এদিকে, এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পদত্যাগ করেছেন ব্রুইন্স। /সাইফ/