আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ঘরবাড়ি বিধ্বস্ত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।  এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ব্যক্তিগত গাড়ি।  এছাড়া এক কিশোর গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, রোববার (২২ মার্চ) ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে উত্তরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৪।  ভূমিকম্পটি প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ছিলো।  ওই ভূমিকম্পটির পর ৫ বা তার বেশি মাত্রার আরো কয়েকটি আফটার শক অনুভূত হয়।  এতে বহু ঘরবাড়ি ধসে পড়ে, ধ্বংসস্তূপে চাপা পড়ে ব্যক্তিগত গাড়ি।

ক্রেয়েশিয়ার সরকারি ভূ-তাত্ত্বিক সংস্থার কর্মকর্তা ইনেস ইভানসিচ বলেছেন, ভূমিকম্পটি ছিলো শক্তিশালী, প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি অন্তত ১০ মিনিট স্থায়ী ছিলো।  এখন পর্যন্ত এটি আমার কাছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ জানিয়েছেন, ১৪০ বছরের মধ্যে জাগবেরায় এটি ছিলো শক্তিশালী ভূমিকম্প। ঢাকা/জেডআর