আন্তর্জাতিক

করোনা নিয়ে ফ্রান্সের সংসদে জরুরি আইন পাস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ফ্রান্সের সংসদে জরুরি আইন পাস করা হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে দেশটির সংসদে এই আইন পাস করা হয়। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের ফলে ফ্রান্স সরকার একটি আইনি কাঠামো পেলো, যা করোনা মোকাবিলার ক্ষেত্রকে সহজ করবে।

স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মধ্যেও সংসদ সদস্যের উপস্থিতিতে এই আইন পাস করা হয়। যেখানে পক্ষে পড়ে ৫১০ ভোট। বিপক্ষে ৩৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার, ফরাসি প্রধানমন্ত্রী অ্যাডোয়ার্ড ফিলিপ জরুরি অবস্থা ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন। ঢাকা/নাসিম/আমিনুল