আন্তর্জাতিক

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের ৮০টি শহর লকডাউন করা হলেও তা অনেকেই আমলে নিচ্ছেন না বলে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের সরকার প্রধান।

এ পর্যন্ত ভারতের করোনায় আক্রান্ত ৪৯০ জন, মৃত‌্যু হয়েছে ৯ জনের। ভাইরাসটির সংক্রমণ রুখতে গত রবিবার ১৪ ঘণ্টার জনতা কারফিউ জারি করেছিল সরকার। ওই দিন বিকেলেই ভারতের দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশসহ ৮০টি শহর অবরুদ্ধ ঘোষণা করা হয়। পাঞ্জাবে জারি করা হয় কারফিউ।

কিন্তু গতকাল সোমবার লকডাউনে ভারতবাসীর কাছ থেকে খুব একটা সাড়া না মেলায় হতাশ মোদি, ‘অনেক লোক লকডাউনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকেও বাঁচান। বিধিনিষেধ গুরুত্ব দিয়ে মানুন। প্রত‌্যেকে যেমন আইন-কানুন মানেন, তা নিশ্চিত করতে রাজ‌্য সরকারকে অনুরোধ করছি আমি।’

করোনার সংক্রমণ রুখতে পরবর্তী নির্দেশনাই হয়তো দিতে যাচ্ছেন মোদি। এক টুইটারে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ রোগের মহামারি ঠেকাতে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে আজ ২৪ মার্চ, ২০২০ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবো আমি।’ ঢাকা/ফাহিম