আন্তর্জাতিক

ফিলিস্তিনে করোনায় প্রথম মৃত্যু 

ফিলিস্তিনে করোনাভাইরাস সংক্রমণে ৬০ বছর বয়সি একজন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (মার্চ ২৫) ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, মৃত ওই নারীর বিদেশে ভ্রমনের কোনো রেকর্ড ছিলনা। তার মাধ্যমে পরিবারের আরো দুইজন সংক্রমিত হয়েছে।

বুধবার পর্যন্ত পাওয়া খবরে অনুযায়ী দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন।

প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত দেশ, অঞ্চল ও মানুষের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার ১৯৬টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২০ হাজার ৫৪৯ জনে। ঢাকা/নাসিম