আন্তর্জাতিক

করোনা: ব্রাজিল ও ভারতের স্টেডিয়ামে হচ্ছে অস্থায়ী হাসপাতাল

করোনোভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব।  সংকটের মুহূর্তে বিভিন্ন দেশ নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। পিছিয়ে নেই ক্রীড়াব্যক্তিত্ব কিংবা সংগঠনগুলো। করোনো আক্রান্তদের চিকিৎসায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাজিলের বিভিন্ন শীর্ষ ফুটবল ক্লাব।

একই পথে হাঁটছে ভারতের পশ্চিমবঙ্গ। এ রাজ্যের একটি স্টেডিয়াম ১৫০ শয্যার অস্থায়ী হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

কোভিড-১৯ প্রতিরোধে ব্রাজিলের ২০ ক্লাবের অর্ধেকেই তাদের স্টেডিয়াম হাসপাতাল বানানোর জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর ক্লাব ফ্লেমেঙ্গো এরইমধ্যে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম তুলে দিয়েছে স্বাস্থ্য বিভাগের হাতে। এছাড়া, ব্রাজিলের বড় শহর সাও পাওলো কর্তৃপক্ষ অস্থায়ী হাসপাতাল গড়তে পাচেম্বু পুর স্টেডিয়াম হস্তান্তর করেছে। সেখানে ২০০ শয্যার অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ চলছে।

ব্রাজিলের দুই বড় ক্লাব কোরিন্থিয়ান্স ও স্যান্টোসও একই রকম পদক্ষেপ নিয়েছে। তারাও স্টেডিয়াম ছেড়ে দিয়েছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের লাউঞ্জ একটি অস্থায়ী ক্লিনিক হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

‘নাগরিক ডেরেক’ নামের ভেরিফায়েড টুইটার আইডিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে  তৃণমূল সাংসদ লিখেছেন, ‘ক্যাপ্টেন, আপনার জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত যে, আপনার মতো একজন ক্যাপ্টেন পেয়েছি আমরা। আমরা করোনা রুখবই। এ আমাদের দৃঢ় অঙ্গীকার।’

মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ২ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১১ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।

সূত্র: আল জাজিরা ও অনইন্ডিয়া ঢাকা/এম এ রহমান/রফিক