আন্তর্জাতিক

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

মিশরে একটি ট্রাকের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) মিশরের রাজধানী কায়রোতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ঠেকাতে মিশরে কারফিউ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। একটি চেক পয়েন্টের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে মিশরের পুলিশ।

মিশরে প্রতি বছর প্রায় আট হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।

 

ঢাকা/জেনিস