আন্তর্জাতিক

ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে ৯ চিকিৎসকের মৃত্যু

ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ চিকিৎসক মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির চিকিৎসকদের শীর্ষ সংগঠন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম র‌্যাপলার জানিয়েছে, হাসপাতালগুলো করোনা আক্রান্ত রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে। অথচ চিকিৎসকরা অভিযোগ করছেন, তাদের সুরক্ষা পোশাকের ঘাটতি রয়েছে।

ফিলিপাইনে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকদের এই মৃত্যুর খবরে ধারণা করা হচ্ছে, মৃত বা আক্রান্তের হার সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি।

দ্য ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার ভাইরাসে আক্রান্ত হয়ে নবম চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পাচ্ছে না।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বেনিতো আতিয়েঞ্জা বলেছেন, ‘এটা যদি আমার ওপর ন্যস্ত থাকতো তাহলে সামনের সারির লোকদের আগে পরীক্ষা করতাম এবং সাত দিন পর আবারও পরীক্ষা করতাম। চিকিৎসকরা নিজেরাই ভাইরাসবাহী হতে পারেন।’ ঢাকা/শাহেদ