আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার চান মোদি 

করোনা মোকাবিলায় শক্ত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জি ২০-র সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সাথে এক জরুরি ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান।

মোদি বলেন করোনা মোকাবিলায় কার্যকর টিকা আবিস্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, চিকিৎসা গবেষণা সব দেশের জন্য অবাধ-উন্মুক্ত হওয়া উচিত।

এসময় জি-২০’র দেশগুলোর নেতারা করোনা মোকাবিলায় একটি ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা দিয়েছেন। ঢাকা/নাসিম/আমিনুল