আন্তর্জাতিক

পাকিস্তান প্রধানমন্ত্রীর করোনা হওয়ার খবর মিথ্যা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পজিটিভ হয়েছে- পাকিস্তানি এক মিডিয়ার এ দাবিকে অসত্য বললেন সিনেটর জাভেদ খান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা আক্রান্তের খবর বেরোনোর পরপরই অ্যারাইস টিভি জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও ধরেছে কোভিড-১৯ রোগ।

অ্যারাইস টিভিকে খবরটি সংশোধন করতে বলেছেন জাভেদ। এ সিনেটর টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার খবর অসত্য। ভুয়া খবর ছড়াবেন না। অ্যারাইস টিভি দয়া করে সংশোধন করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, প্রার্থনা করুন।’

ওয়েব চ্যানেলটি জানায়, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’ তবে এ দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজারের বেশি। ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। পাকিস্তানে ১ হাজার তিনশর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে অন্তত ৮ জন। ঢাকা/ফাহিম