আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম শিশুর মৃত্যু

মহামারি করোনার ছোবলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এই প্রথম কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটলো।

সংবাদমাধ্যম সিএনএন শনিবার (২৮ মার্চ) জানায়, করোনায় আক্রান্ত হয়ে ওই শিশুটি শিকাগোতে মারা গেছে।

ইলিনয় স্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য পরিচালক ডা. গোজি এযিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই প্রথম কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটলো। এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এর আগে, চীনে এক বছরের কম বয়সি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল।

ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের ৬ লাখ ৫৫ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩০ হাজার ৩৮৮ জন। আরোগ‌্য লাভ করেছেন এক লাখ ৪১ হাজার ৪১৪ জন। ঢাকা/নাসিম/আমিনুল/সনি