আন্তর্জাতিক

সৌদি আরবে ফ্লাইট স্থগিত ও কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সময়সীমা বাড়লো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ালো সৌদি আরব। এমনকি কর্মক্ষেত্রে যোগদানের সময়ও বাড়িয়ে দিয়েছে দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে রবিবার একটি প্রতিবেদনে এ খবর জানায় সৌদি সংবাদ সংস্থা (এসপিএ)।

ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে এসপিএ লিখেছে, ‘সব ধরনের সরকারি এজেন্সির কর্মক্ষেত্রে যোগদানের সময়সীমা বাড়িয়ে দিয়েছে রাজ পরিবার, তবে কিছু সেক্টর এই আওতার বাইরে থাকবে।’ শুধু সরকারি নয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, করোনার সংক্রমণ থামাতে দেশটির অভ্যন্তরেও ফ্লাইট, ট্যাক্সি ও ট্রেন চলালচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব। সেই নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

এ বছরের শুরুতে সৌদি আরবে করোনার সংক্রমণ দেখা যায়। আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৩ জন, মৃতের সংখ্যা চার। সারা বিশ্বে এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৩০ হাজার ৮৭৯ জনের। আর আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন।

 

ঢাকা/ফাহিম