আন্তর্জাতিক

ছেলেকে ছুঁতে না পেরে বাবার কান্না ! (ভিডিও)

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের ৬ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অধিকাংশ দেশেই ঘোষণা করা হয়েছে লকডাউন।

পরিস্থিতির ভয়াবহতা এতোটাই তীব্র যে অনেক দেশের সরকার প্রধান একে ‘যুদ্ধক্ষেত্রের’ সঙ্গে তুলনা করেছেন। আর এই পরিস্থিতিতে লড়াকু সৈনিকের ভূমিকায় নেমেছেন চিকিৎসকরা।  স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক বিপদ মাথায় নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সন্তান কিংবা পরিবারের সদস্যদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হচ্ছে তাদের।  তেমনই এক বেদনাময় মুহূর্তের ভিডিও টুইটারে পোস্ট করেছেন শিভন নামের এক ব্যবহারকারী।

গত ২৭ মার্চ ভিডিওটি পোস্ট করে শিভন লিখেছেন, ‘এক সৌদি চিকিৎসক বাড়ি ফিরে তার সন্তানকে দূর থেকে থামিয়ে দিচ্ছেন যাতে সে আলিঙ্গন না করে ফেলে।  সেই সঙ্গে ছেলেকে বলছেন, দূরে থাকতে।  এরপরই কান্নায় ভেঙে পড়েন ওই চিকিৎসক’।

ভিডিওতে চিকিৎসককে হাসপাতালের ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। গলার কাছে নামানো সার্জিক্যাল মাস্ক।  বাবাকে দেখতেই তাকে জড়িয়ে ধরতে দুই হাত তুলে ছেলে ছুটে যায়। কিন্তু করোনার বিপদ যেন সন্তানকে স্পর্শ করতে না পারে সেজন্য ইশারায় তাকে দূরে সরিয়ে দেন ওই চিকিৎসক। এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

A Saudi doctor stops his child to hug him on returning home from the hospital.And tells his son to keep his distance, then breaks down from the strain. Salute to our frontliners #SocialDistanacing #CoronaLockdown pic.twitter.com/SmfWdSf0Nl

— Shvan ???? (@shvanszangana) March 27, 2020

ঢাকা/এম এ রহমান/শাহেদ