আন্তর্জাতিক

করোনায় প্রথম মৃত্যু সিরিয়ায়

সিরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো গেলো না। বিশ্বজুড়ে ৩৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভাইরাসটি এবার মরণ থাবা বসালো যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতেও।

রবিবার দেশটিতে করোনায় প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এপর্যন্ত আফ্রিকার এই দেশে নতুন করে চারজন সংক্রমিত হয়েছে, মোট ৯ জন। তবে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের মতে এ সংখ্যা আরও বেশি। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কারফিউ ঘোষণা করেছে সিরীয় সরকার।

ব্যবসা, স্কুল, মসজিদ ও বেশিরভাগ সরকারি অফিসের পাশাপাশি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার স্বল্পতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে অনেকে বাড়তি কেনাকাটা করছে। তাতে পণ্যের দামও বেড়ে গেছে।

৯ বছরের যুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ায় বড় ধরনের মহামারির ঝুঁকি রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। স্বাস্থ্য সেবা সুরক্ষা ব্যবস্থার ঘাটতিও রয়েছে সেখানে। করোনার সংক্রমণ ভয়াবহ হলে সেটা কীভাবে মোকাবিলা করবে সিরিয়া, সেটা নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকা/ফাহিম