আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অমান্য করায় পাকিস্তানে ৪৩ ইমাম গ্রেপ্তার

পাকিস্তানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ পড়ানোয় ৪৩ ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে দি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইমামদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঞ্জাব থেকে এবং বাকী ৩৮ জনকে সিন্ধু রাজ্য থেকে।

গ্রেপ্তার হওয়া ইমামদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি ধারা ১৮৬ (জন সমাবেশ বাতিলে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া), ১৮৮ (আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীকে সহায়তা না করা) এবং ২৬৯ (জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ অমান্য করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেদনে, নিয়ম ভঙ্গ করায় করাচি থেকেও তিনজন ইমামকে গ্রেপ্তার করা হয়। তবে সঙ্গে সঙ্গে তাদের ৫ হাজার রুপি করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। সিন্ধুর প্রাদেশিক সরকার ঘোষণা করেছিল যে কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিকদের ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ জামাতে নামাজ পড়া যাবে না। অপর দিকে পাঞ্জাব সরকার কেবল নামাজেরর আহ্বানকারী মুয়াজ্জিন, ইমামসহ পাঁচ জনকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল।

 

ঢাকা/জেনিস/এসএম