আন্তর্জাতিক

ইতালিতে একদিনে ৮১২ জনের মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে (১ লাখ ১ হাজার ৭৩৯)। মৃত্যুবরণ করেছে ১১ হাজার ৫৯১ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮১২ জন।

তবে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে সেখানে। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন। যা গেল ১৭ মার্চের পর সর্বনিম্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মনে করছে ইতালি ও স্পেনে শিগগিরই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আসবে। তবে এক্ষেত্রে লকডাউন অব্স্থা বহাল রাখতে হবে। রাখবে হবে সামাজিক বিচ্ছিন্নতার উপর নজরদারি।

এ বিষয়ে হু এর জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. মাইক রায়ান বলেছেন, ‘আমরা আশা করছি ইতালি ও স্পেন এই মহামারির সমাপ্তির খুব কাছে। তবে এই ভাইরাসের প্রকোপ নিজে নিজে কমবে না। জনস্বাস্থ্যের বিষয়গুলো মেনে চলে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে।’

বিশ্বক্যাপী কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৩৭ হাজার (৩৬ হাজার ৯৩৮ জন)। সুস্থ্য হয়ে উঠেছে ১ লাখ ৬০ হাজার ২৪৩ জন।

 

ঢাকা/আমিনুল