আন্তর্জাতিক

ভারতে আরো ২২৭ জন করোনায় আক্রান্ত

ভারতে আরো ২২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জন। খবর এনডিটিভি।

এদের মধ্যে ১০২ জন সুস্থ্য হয়েছেন এবং ৩২ জন মারা গেছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দিল্লীতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখন পর্যন্ত ৯৭ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।

এর আগে, দেশটির সরকার লকডাউনের সময় বৃদ্ধি পাওয়া নিয়ে মিডিয়ার প্রতিবেদনকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছিল।

এদিকের ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যে প্রথম অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হয়েছে। সেখানের সব সরকারি চাকুরিজীবিদের বেতন কর্তন করা হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে (৭,৭০,১৬৫)। মৃতের সংখ্যা ৩৭ হাজার ছুঁই ছুঁই (৩৬,৯৩৮)। তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১১ হাজার ৫৯১ জন। ঢাকা/নাসিম/আমিনুল