আন্তর্জাতিক

করোনায় মৃত ৩৭ হাজার ৭৮০

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩৭ হাজার ৭৮০ জন।

কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৩৮১ জন। মারা গেছে ৩৭ হাজার ৭৮০ জন। সেরে উঠেছে ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। সেখানে মারা গেছে ৩ হাজার ১৪৮ জন।

সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১১ হাজার ৫৯১ জন। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে (১ লাখ ১ হাজার ৭৩৯)। স্পেনে মারা গেছে ৭ হাজার ৭১৬ জন। আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৯৫৬। চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৯৪ জন। মারা গেছে ৩ হাজার ৩০৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৫৫০ জন। সেখানে মৃত্যুবরণ কছে ৩ হাজার ২৪ জন। ইরানে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৪১,৪৯৫ ও ২,৭৫৭।

 

ঢাকা/আমিনুল