আন্তর্জাতিক

করোনা নিয়ে ফের কবিতা লিখলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি যে একজন চিত্রশিল্পী এটা অনেকেরই জানা। ইদানিং তিনি কবিতারও বেশ চর্চা করছেন। মারণ ভাইরাস ‘করোনা' নিয়ে এরই মধ্যে দু'টি কবিতা ণিখে ফেলেছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তার নতুন কবিতা ‘কোভিড ১৯’। করোনা সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রীর এটা দ্বিতীয় কবিতা। সংক্রমণের কবলে পড়ার আশঙ্কায় মানুষ যে মানুষের স্পর্শকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এখন- সে কথাই কবিতায় তুলে ধরেছেন তিনি।

করোনা নিয়ে তার প্রথম কবিতার শিরোনাম ছিল ‘করোনা’। গত ১৯ মার্চ ফেসবুকে কবিতাটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার দ্বিতীয় কবিতাটি এখানে হুবহু তুলে দেয়া হলো:

‘কোভিড ১৯’

বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা

মানুষ, মানুষ থেকে দূরে।

ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।

কালও যা ছিল

হাতের ছোঁয়ার আশীর্বাদ,

আজ তা পরশমণির

স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ…

সারা বিশ্ব এক থেকে অন্যে–

সন্দিহান অবকাশের নিশিরাত্রি

 

মাত্র দু’মাসে পৃথিবীর

হাওয়া বদল!

দেখা হল কথা হল না।

মনটায় মেঘের ছায়া।

চুলগুলো উদভ্রান্ত।

কারো সাথে দেখা হল–

কথা হচ্ছে না। সারা পৃথিবীটা– বদলে গেল।

বদলে গেল মানসিকতা–

সবাই দূরে দূরে

দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।

সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!

কিন্তু পারল না

একটা ভাইরাস দমন করতে?

হার মানল সারা বিশ্ব?

সবার মুখ দেখা

সবার জন্য বন্ধ

সব গবেষণাকে

জব্দ করলো

একটা মাত্র শব্দ

করোনা, কোভিড ১৯।

 

ঢাকা/শাহ মতিন টিপু