আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ৩০ মার্চ ৪৯ বছরের এক বাংলাদেশি শ্রমিকের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ৮৮০। তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তাকে এনজি তেং ফং জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

একই দিন ৩৬ বছরের আরেক বাংলাদেশি শ্রমিকের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ৯০৮। তিনি স্থানীয় এক বৃদ্ধার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। ওই নারী ২৮  মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন। বাংলাদেশি ওই শ্রমিক ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে চিকিৎসাধীন।

৩১  মার্চ আরও চার বাংলাদেশি শ্রমিকের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর সবাই তোহ গুয়ান রোডের ওয়েস্টলাইট তোহ গুয়ানে শ্রমিকদের ডরমেটরিতে থাকতেন। এরা সবাই ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে চিকিৎসাধীন। ঢাকা/শাহেদ