আন্তর্জাতিক

মরলো ৪৫,৫৪০ জন মানুষ

বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গ্রিনিচ মান সময় বুধবার বিকেল ৫টা নাগাদ এই দেশ ও অঞ্চলের ৯ লাখ ১২ হাজার ৯৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫ হাজার ৫৪০ জন।

করোনা আক্রান্ত দেশের তালিকায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬ হাজার ৫০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ৩৫  জনে দাঁড়ালো। একই সময় ভাইরাসে ৪৬৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা চার হাজার ৫১৬ জনে গিয়ে ঠেকলো।

তালিকায় এর পরের অবস্থানে রয়েছে ইতালি। গত কয়েক দিনের তুলনায় বুধবার দেশটিতে আক্রান্তের হার কিছুটা কম লক্ষ্য করা গেছে। ২৪ ঘণ্টায় এখানে নতুন করে চার হাজার ৭৮২ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৫৪৭ জন। একই সময় ৭২৭ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ১৫৫তে এসে দাঁড়িয়েছে।

স্পেনের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২১৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ১৩৬ এ। একই সময় ৫৮৯ জন মারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। ঢাকা/শাহেদ