আন্তর্জাতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিটজম্যান ও তার স্ত্রীর করোনাভাইরাস ধরা পড়েছে। বুধবার এ খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭১ বছর বয়সী মন্ত্রী ও তার স্ত্রীর কোনো গুরুতর উপসর্গ ধরা পড়েনি। আইসোলেশনে আছেন তারা, চলছে চিকিৎসা।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে খবরটি পৌঁছানো হয়েছে।

দেশটির সবচেয়ে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে করোনায় আক্রান্ত হলেন লিটজম্যান। বাসা থেকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে এপর্যন্ত ইসরায়েলে মারা গেছেন ২৬ জন, আক্রান্তের সংখ্যা ৬,০৯২ জন। গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৯ লাখ ৩৬ হাজার, মৃতের সংখ্যা ৪৭ হাজারের বেশি।

 

ঢাকা/ফাহিম