আন্তর্জাতিক

করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা গেলেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হোসেন। নূর আদ্দে নামে জনপ্রিয় সাবেক এই সরকার প্রধান লন্ডনের কিংস কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান তার ছেলে মোহাম্মদ নূর আদ্দে।

ইসলামী নিয়ম-রীতি মেনেই ব্রিটেনে তার দাফন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এর আগে আরেক আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি ৮১ বছর বয়সী জ্যাক জোয়াকিম ইয়োম্বি ওপাঙ্গো কোভিড-১৯ রোগে মারা যান ফ্রান্সে।

নূর আদ্দে ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধামন্ত্রী ছিলেন। ইথিওপিয়া সমর্থিত সরকার ও ইরিত্রিয়ার বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তিচুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন নূর আদ্দে। তার মৃত্যুতে সোমালিয়া প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমাজো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

 

ঢাকা/ফাহিম